ভালবাসা আর ভুগ আমার কাছে
     কখনো এক মনে হয়নি।
ভালবাসা আর মায়া মমতা আসে হৃদয় থেকে।


আর ভুগ'টা আসে দেহের চাহিদা নিবারণে'র জন্যে
     আর দেহের চাহিদা নিবারণে'র জন্যে
ভালবাসা লাগে বলে আমার কখনো মনে হয়নি।


ভালবাসা যখন এসেছিল মনে ছিলনা ভোগ,
     ভালবাসা যখন একটু একটু কমতে শুরু করে
ভুগ যেন একটু একটু বাড়'তে শুরু করে।


ভালবাসার মানুষ যখন ভুগী'কে ভুগ
     নিবারণ করিতে পারে!
মনে করে তার প্রিয় মানুষ সত্যি থাকে অনেক ভালবাসে।


সত্যি বলতে ভালবাসার কমতি না বুঝার জন্যে ও
     কিন্তু অনেকে ভুগ'টা বাড়িয়ে দিয়ে থাকে,
কিন্তু তাহা বুঝেই'বা কয় জনে।


তাই!বলি'কি ভালবাসা আর ভুগ'কে যেন
      একসাথে মিশিয়ে দিওনা।