লেবুতলায় ছড়িয়ে-ছিটিয়ে অনেকটা জ্যোৎস্না।
তারই মাঝে এক টুকরো খাবার নিয়ে  হাজারো পিঁপড়ের মচ্ছব।
জানি সাম্যবাদের ভিত ওদের অনেক শক্ত।
এই উপমা মাথায় রেখে যুতসই কিছু বলার জন্য উতপ্ত করি শব্দ ।


স্তব্ধ শহরে ম্যানিকুইনদের মিছিল,
রামধনু রঙ হাওয়ায় উড়িয়ে
চলে যায় কোন করপোরেট যুবক।
অসহায় চোখ আর ভিক্ষাপাত্র..
বসে থাকে বাংলাদেশ।
আকাশে পূর্ণিমার ঝলসানো আশা আবহকাল।


                           স্বপন দাস