অনেক বছর ধরে দেহের সংসার জুড়ে
গড়ে তুলি অনেক গারদ ঘর।
তার কোন কোন প্রকোষ্ঠে কি কি রাখা আছে
আজ আর মনে পড়ে না।
কখনো সখনো সদর দরজা এড়িয়ে সেখানে ঢুকে পড়ি।
পরিণত হাত হাতড়ে সেইসব রূপকথাদের
আর খুঁজে পাই না।
অথচ তারা ছিলো সারা আকাশ জুড়ে ঝলমলে রোদ্দুরে।
এই বসন্তহীন সন্ধ্যায় যেন কোন সৈকতে দাঁড়িয়ে আছি।
সামনে সাগর..
ঝাঁপ দেবার জন্য অনেকদিনের চেনা একটি হাতের অপেক্ষায়।
ঢেউের পর ঢেউ এসে আছড়ে পড়ে চেনা পায়ের চিহ্নে।
কোন কৈফিয়ত নয়।
আধখাওয়া চাঁদটাকে দেখে মনেহয় বড্ড দেরী হয়ে গেছে।


কোলকাতা ২২।৭।২০১৮