কেউ গেঁথে গেছে …।
শুধুই গাঁথা।
কেউ ঝরে গেছে চিহ্নহীন হয়ে।
কারো চঞ্চল ডানায় হটাৎ সূর্যাস্তের ছায়া ।
এসব বোঝাতে কোন শতাব্দির সঙ্গীত যথেষ্ট নয়।
সংকুচিত চোখের পলক জলতলে দৃশ্যমান।
এক ফোঁটা অশ্রুও আলোড়িত করে যায়
                                           অনেক জলাশয়।
সেই  সব অশ্রুরা, যারা অভিধানে ঠাঁই পায়নি-
তারা সবাই এ পৃথিবীর আবহাওয়ায় ঘনীভূত হয়েছে।
ভারী বাতাস বইছে।
বইছে আমাদের দরজা জানলার পাশ দিয়ে।
আজ সবাই অর্গল বন্ধ রেখেছে।
কেউ জানেনা কখন শ্বাসকষ্ট শুরু হবে।