তোমার আঁজলা জলে অভিষেকের আশায়
আমার গায়ে মাটির পরশ লাগিয়ে রাখি।
অথবা পরিচর্যাহীন কোন কেয়ারির দিকে তাকিয়ে থাকা
স্পর্শে তোমার ফুটতে পারে ফুল।
ছোট ছোট দুঃখের পাহাড় জমছে জমুক
ঘনীভূত হলেই ঝর্ণা নদী প্রেম
ভাসাবে দীর্ঘবেলার বিপুল বিষন্নতা।
যারা তারার চাদরে শয্যা পাতেনি
তারা জানেনা আকাশ-মাটি, নীল-সবুজের-
                                            ষোড়শ উপাচার।
শরীর ও মনের প্রতিটি কোষে.. গহ্বরে..
জীবনের তালাশ জারি থাকুক।
হটাৎ এক বৃষ্টিভেজা দিনে তোমার কাপড়ের আদ্রতা নিংড়ে
কোন সহজ অন্ত্যমিলের উপহার
কি একান্তই কাম্য আমার ?