রাত কেটে যায় নির্নিমেষ
নের আলো অপলক চেয়ে থাকে
এই সব বিছিয়ে বিছিয়ে
সময়ের শীতলপাটি।


কারো শরীরে দিনের চিত্রপট
কারোর রাতের স্বপ্নস্বেদ।
রঙ তুলির উল্লাসে
ভরে আছে পৃথিবীর চালচিত্র।


কারো হাতে রাতের আধিপত্য
কারো সকাল শুনশান দুপুর।
হিমশীতল কুঠুরী থেকে উঠে এসে
অরণিকাঠ খূঁজে নেয় নবীন সন্ন্যাসি এক অরণ্য গভীরে।


পূর্বজন্মের যূথগান: মাটি ঘাস নারীমুখ।
সাদা পায়রার ডানায় উড়ে যায়
চৈত্র বৈশাখের অনন্ত ঘুর্ণি।