বনফুল ।। অনিমা বিশ্বাস


শায়িত শহীদ বেদীর পাশে
বসে আছি একা।
হাতে আমার এক থোকা বনফুল
ধুলি ধুসর বেদী-
কেউ নেই ফাঁকা।
একটু একটু করে সকালের রোদও
আমার পাসে এসে বসলো।
এর পর এক এক করে
মেঘ বৃষ্টি এসে
ধুয়ে দিলো বেদী।
সারি সারি চাঁদ তারা আকাশের দল এসে দাঁড়ালে।
এখন ঘন ঘন বিদ্যুতের মত
জ্বলে উঠলো আলো।
আলোর ঝলকে ম্রিয়মাণ আমি।
সূর্যমুখীরা মুখ দেখিয়ে ফিরে গেল।


এ সমস্ত যন্ত্রনা জড়ুল-
জন্মতিলের মত
সয়ে যায় আজন্মকাল
আমার সামনে শায়িত
শহীদের বেদী।


Transcreation : Swapan Kumar Das


Altar of a martyr


I am sitting alone near the altar of a martyr.
And in my hand a bouquet of wild flowers.
The altar is grayed with dust and lying in utter solitude
As if nobody cared and prayed.
The morning sun slowly peeped..
Then a shower of rain..
And washed all its dirt.
Slowly came the stars, the moon and the sky.
An eerie glow of light suddenly flashed
My melancholic soul came out of me
as the sunflowers bow down their head.
A sublime pain sustained like some inborn birth mark.
I am alone..
and in my front, the altar of the martyr.