চাঁদ ডুবে গেলে তিনি...
সন্তর্পণে শিয়রে এসে দাঁড়ান।


অনেকটা পথ হেঁটে এসে যেমন দাঁড়াতেন।


মুখের দিকে তাকাই নি কোনদিন,
প্রথমে ভয়ে, পরে

   ব
     হে
        লা
             য়।


সংলাপ হীন সংলাপে যাকে দোষী সাব্যস্ত করেছি
প্রতিনিয়ত...


ক্লান্ত অবসন্ন মুখে
আমার একটি সম্বোধনের জন্য যেন এখনো

     পে
         ক্ষা
              য় ।