পৃথিবীকে হাতে নিয়ে পৃথিবীর কিনারায় দাঁড়িয়ে আছো।
অথচ উপাচারের শব্দ আনেনি কেউ।
তোমার শরীরের উপকূলে ভেসে আসে যে র্নিবিকার ঢেউ
তারা কোন তরঙ্গ তোলেনি।
স্তুপীকৃত অবসন্ন আলোয় কোন জন্মবন্দিনীর
অভিষেকের সংলাপ বইছে বাতাসে,
অবিরাম অদৃশ্য বন্ধনে বাঁধছে কেউ বিনি সুতোর বন্ধনে,
সেইমত অন্তরঙ্গ হতে গিয়ে তোমার শরীরে যারা ঝাঁপ দিয়েছিলো,
অনন্ত জলমগ্ন হয়েছে সকলেই সেই কতকাল আগে।
একথা শুধু জানে আকাশের নক্ষত্রেরা।
এও জানে..
মেঘ ও নারীর নরম শরীরে বিদ্যুতের আনাগোনা
বর্ষণের পথ ধরে।