যদি কখনো থমকে যাও
চাওয়া পাওয়ার কোন চৌরাস্তায়,
তোমার সযত্নে জমিয়ে রাখা জীবনটাকে
খরচের খাতায় তুলতে পারো।


একটা জীবন দিয়ে অনেক কিছু কেনা যায়।
একটা চকলেটের স্টিক্,
একটা দেশলায়ের বাক্স।
পার্কস্ট্রীট ছাড়াও অনেক রাস্তায়
শুকনো জঞ্জাল জমে আছে।

হাঁটু ভাঁজ করে, সবুজ ঘাসে বসে,
মাটির সোঁদা গন্ধ পেতে পারো।
এমন অনেক ঘাসফড়িঙের সাথে
দেখা হতে পারে,
যাদের উপড়ে উঠার আস্ফালন
বার বার মুখ থুবড়ে পড়েছে।


এমন অনেক প্রজাপতিকে খূঁজতে পারো
যারা উড়বার সাহসই করেনি।


কিংবা কবিতা লিখবে বলে-
একটা নতুন কলম কিনতে পারো,
“জংধরা জীবনটাকে নিয়ে..”
ইত্যাদি শব্দ দিয়ে প্রথম পংক্তিটা
শুরু করতে পারো।


তবে নিশ্চিত জেনো,
শেষের সে কবিতায় কোন
সহজ অন্তমিল নেই।


আছে কবিতাকে জীবনের সঙ্গে
পরিচয় করিয়ে দেবার শুধু এক উন্মাদনা ।