প্রেমের মানে আমিও বুঝি, তুমিও বোঝ।
কখনো মনেহয় এর কোনটাই সত্যি নয়।
অবুঝের মত কতকগুলি শব্দের চাদরে ঢেকে দিই তোমাকে।
আমি ভাবি তুমি সেই চাদরের নীচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো।
অথচ তুমি সেই চাদরকে দু'হাতে সরিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে।
চাঁদ ও নয় ধ্রুবতারাও নয়..
অনেক দুরে চেয়ে আছো প্রায় অদৃশ্য কোন তারার দিকে।
যে তারা আলোকবর্ষ ধরে লুকোচুরি খেলছে পৃথিবীর সাথে।
দুরত্ব আর ঘনত্বের পার্থক্য বুঝতে রাতভোর হয়ে যায়।
আলো ফুটলে ভাবনার সিঁড়ি বেয়ে নামতে থাকো।
আর আমি আবার কোন চাদর বুনতে বুনতে বেখেয়ালে অন্য কোন কবিতাকে সাজিয়ে ফেলি।


১১/৭/২০২০