দুপায়ে জড়িয়ে যায় চাকা।
পর্দার মত সরে যায় সময়।
কেউ কিছু ধরে রাখতে হাতের মুঠো বন্ধ করে।
এ ভাবেই এ পৃথিবীতে চলে অবসরহীন
মানুষের আনাগোনা।
স্থায়ীত্ব বড় আপেক্ষিক।সূর্যের ছায়াও
এগলি সেগলি ঘুরে কোন অট্টালিকার
পিছনে অদৃশ্য হয়।
যার সব ফোকরে ইচ্ছেডানা।
সব ফাটলে বট-অশ্বত্থ-স্বর্ণলতা।
এইসব মৃত অট্টালিকার সঙ্গীরা একদিন
কোন প্রত্নবিদ পথিককে খননে উৎসাহিত করবে।
সেই খনন শুরু হলে নিজের সকাশে ফিরে যাওয়া।
এখন একলা  পথে পায়ে পায়ে শুধুই জড়িয়ে যায় চাকা।