পাহাড়ী  স্টেশন,
দুমিনিট  থামবে  ট্রেন
ওরই  মাঝে  সেরে নেবে  তুমি
অনেক  আদেশ,  অনুরোধ,  অভিমান।
আমার শীতের র‍্যাপার, ওষুধের প্যাকেট
জলের  ফ্ল্যাস্ক,  খাবারের  কৌটো
সব   ঠিকঠাক  উঠেছে কিনা -
পশ্চিমী হিমেল হাওয়ায়
শারিরীক যত্ন  নেবার  বারবার  অনুরোধ।
তারপর বোকা  কুলি কে একটু ধমক,
খালি  প্ল্যাটফর্ম।
ছুটবে   ট্রেন ।
তোমার  মুখে  বলিরেখা,  
অস্তাচলে সূর্য্য , সবুজ  শ্যামলিমা,
সব ক্রমশ  ছোট  হতে  হতে
একটা  আলোকবিন্দু
ঠিক যেন সিঁথির নীচে সেই রাঙা টিপ,
হাতে সন্ধ্যাপ্রদীপ ।
আমার  পাথেয়।
  
                                    স্বপন দাস