শ্রাবনের অফুরন্ত সবুজ কোন বৈশাখী দিনের স্বপ্ন।
জীবনের মধ্যেই নিহিত মৃত্যুর পালক…
একদিন ফসলের মাঠের দুরন্ত্ বালকও জেনে যাবে।
আঙুলের আলতো ছোঁয়ায় ঈশ্বরের বসবাস…
বট অশ্বথের চারাগাছের মত
দেওয়ালের ফাঁকে, মৃতগাছের কোটরে
কয়েকটা পল শুধু কাটিয়ে যাওয়া।
সব ফুলের মধ্যে লুকিয়ে আছে এক নির্জন বিমর্ষতা…
মরুঝড়ের পর বেদুইন উঠে দাঁড়ালে
ওর হাত ধরতে এগিয়ে যাব।
হৃদপিন্ডের খননে
আরো অনেক শিলালিপির আবিষ্কার হয়ে গেলে
তার উপরে গড়ে উঠবে সব অনন্ত ঘরবাড়ি।