আস্তে ওঠাই তোমার চিবুক
গভীর দুটো পদ্মদীঘি টলটলে
ভেসে বেড়ায় আমার প্রদোষ ।
সবইতো ছিলো
কাঁচা বয়স, পাকা কথা, চেনা রিংটোন
হযতো আরো ছিলো কোনো বিভাজিকা
রেশমি রুমালে ঢাকা ।
বেদনার যত অনুরাগ দামাল সময়ে
কিশলয়ের স্বপ্নে বিভোর ফেরারী মন –
জীবনের সব মিস্টি সকাল
একে একে মিলিয়ে যায় দুপুরের রোদ্দুরে
সুখের আশা, চোরা ভালোবাসা,
সব তোলা আছে পুরাণো আসবাবে