চোখের জানালায় অগোছালো মেঘ এসে আজকাল খেলা করে।
শরতের  মত কখনো বর্ষা নামে,
সব উজ্জ্বল আলো আবছা হয়।
তোমার সঙ্গে দেখা না হলে শূন্যতা  জমে দিগ্বিদিক।
মন খারাপের দিনগুলো কাটে নক্ষত্রের পথে ।


একটু খানি রোদ্দুর  কবে তোমার আঙুলের ফাঁক দিয়ে আমার দরজায় উঁকি দেবে
এই কথা ভেবে বা অপেক্ষায় দীর্ঘায়িত হয় চৈত্রমাস।
ভালবাসি এই কথাটা কি বলতেই হবে বার বার,
নাকি ছূঁয়ে যেতে হবে শরীর?
এসব কোন দিনই জিজ্ঞেস করা হয়নি।
প্রয়োজন ও হয়নি।


আমার শব্দের মাঝে লুকানো শূন্যতা কিছুই কি শোনায় না তোমাকে?
অথচ এমন তো কথা ছিল না যেদিন একই পদক্ষেপে পেরিয়েছিলে টালমাটাল পথ।
আমি এখনো তো সেই পথেরই পথিক।
তুমি হয়ত কোন সবুজের ছায়ায় ভুলে গেছো।
কিন্তু  আমি জানি একদিন তোমার অবহেলায়
আমার আশেপাশে বনস্পতিরা শুকনো হবে।


কে জানে কবে ঝড়াপাতার ঝড় উড়িয়ে নিয়ে যাবে আমাকে
তোমার ঘরের অলিন্দ থেকে।


কোলকাতা ২৭/৮/২১