শেষ পুরস্কার ছড়িয়ে আছে রাস্তায়
তারই একমুঠো মুঠোয় নিয়ে নিজেকে ছূঁতে চাই।
কোন ফিসফিসানি শুনেছো বোধহয়
কিংবা শব্দের রমণে রমণীয় কিছু।
এ কবিতার কাহিনী কোন কবিই শোনায়নি এতদিন।
কেবল দেখেছি বুকের ভিতরে মুখোশের হাতবদল।
আঙুলের ফাঁক দিয়ে গলে যায় জল
জলের মত প্রবাহমান সময়। সময়ের সাথে সব সম্বন্ধ।
ধরে রাখতে পারিনা কাউকে।
হয়তবা কিছুই । হয়তবা এই পৃথিবী একদিন।
যা কাল আমার ছিলো কাল অন্যকারো রক্তমাংসে
অনেক যুগ ধরে।অনন্ত নিঃশব্দে।