মৃণাল থেকে নিসৃত লাভায়
এমনি করে মিশে যায়
এক একটা অপচয় দিন।
অসংখ্য ধূসর কণা পেরিয়ে পেরিয়ে
সবুজাভ মায়ার বিলাসি ইতিবৃত্ত।
মাদক উপত্যকায় মাদলের ধ্বনি
হলুদ পাতার হাত ধরে
বেজে উঠে ঘন বুকে।
অসাবধানে অভিমানী মেঘের মত
নিংড়ে ফেলি জমিয়ে রাখা সমস্ত বর্ষণ।
অজস্র নিরন্ন দেশে কোজাগরী পূর্ণিমায়
কেউ জেগে নেই।
প্রথম প্রেমের মত পবিত্র কোন লতা
ছুয়ে যাবো ধাতব হাতে।
ছিটে রক্তে রঙিন কাশ ফুলের বুক
অনেক পদঢিহ্নে ঢেকে যাবে।