পথ আটকে দাড়িয়ে আছে আমার শহর,
ট্রাম বাস মেট্রোর ডেসিবল
আর রাতের আলোর লুমেন।
নস্টালজিয়ার ভাইরাসে আচ্ছন্ন যৌবন,
বসন্ত ফিরে যায় অগোছালো পায়ে।
প্রসব বেদনা উঠে, অনেক আশা ভুমিষ্ঠ হয়,
কিন্তু কোন বিমাতার শঙ্খ
বারবার শান্তিতে শুয়ে থাকে।
বৈশাখী মেঘ, দিশাহীন ধ্রুবতারা
অনেক প্রহর কেটে যায় প্রতীক্ষায়
সে কোন ঋত্বিকের তর্জনী দেখাবে সূর্যোদয়।


                স্বপন দাস