একদিন নির্জন বনে জলপ্রপাতের শব্দ শুনতে শুনতে
                                  চাঁদের মত পুড়ে যাব।
ধমনী শিরায় আঘাতের আঁকিবুঁকি নিয়ে
                                     দেখবো নীল সমুদ্র।
এ প্রলয় স্থিতি,বিভীষিকা সময়ে,
বুকে আকাশ নিয়ে হাঁটবো পিচ ঢালা রাস্তায়।
আমার অর্ন্তলীন আগুনে আছে
                        কোন সাগ্নিকের চৈত্র প্রতীক্ষা।
এই দ্রোহকালে দাঁড়িয়ে
কোন তুলিতেই আঁকব না জীবনের রঙ।
ব্যবহৃত ডালপালা ছেঁটে,  
শুকনো পাতার প্রলোভন গানে-
সর্বনাশের ছাই হয়ে উড়বে
                       সব রূপক কবিতা।


এও এক কুরুক্ষেত্র।


প্রত্যেক কবির জন্য
         শরশয্যা বিছানো আছে
                  মহাভারতের কাল থেকে ।


কোলকাতা ২১/৩/২০