চারদিকে আজ কারো অবয়ব ভেঙ্গে অন্ধকার,
আবার কোথাও মন ভেঙ্গে গুড়িয়ে অন্ধকার..
এই স্তুপাকৃতি অন্ধকারের পাহারায় আছে কিছু পূরোহিত।
এখন এইসব মেঘলা বিকেল,
সূর্য সামনে আসেনি অনেক দিন।
অনেক দেবালয়ের পতাকা কিছুদিন যাবৎ অর্ধনমিত।
অনেক পলাশ যারা অকালে ঝরে গেছে
এসো তাদের শুকনো পাপড়িতে
কয়েক ফোঁটা তাজা রক্ত রেখে আসি।
কবিতো এইটুকু চায়
জীবন জেগে উঠুক আবার কোলাহল কলরবে
অন্ধকারের চাদর সরিয়ে সব বন্দিনীদের শেষ বিরহঘুম।