তোমার শব্দের অক্ষরে অক্ষরে
আজও রক্তের ফরিয়াদ,
ধর্মের নামে অধর্মতা ছেড়ে
তুমিই দিয়েছো মানবতার সংবাদ।
ভগবানের বুকে পদচিহ্নে দ্বিধা নেই
যদি হয় মানুষের জয়গান।
পথ থেকে প্রাসাদে দেখ
সবই তারই সন্তান।
আরো একবার এই বাংলার আল পথে
উঠে এস কবি,বাজাও তোমার অগ্নিবীণা।
দিকে দিকে বিদ্রোহের আজ প্রয়োজন,
এ সময় বড় অদ্ভুত।বড় অর্ন্তলীনা।
দুই বাংলার কবি তুমি
তুমি আমাদের নজরুল,
গানে কবিতায় সুরের ঝংকারে
এক বিদ্রোহী বুলবুল।