গোধুলির শেষবেলায় দেখা হলো।


ভালবাসার জন্য তুমিও বসেছিলে অনেককাল
বিশ্বাসকে ভেঙ্গে ভেঙ্গে।


হাতে আর এক অঞ্জলি সময়,
একটুখানি পথ।


জলপ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে
আবহসঙ্গীতের মতো।


কে প্রথম শুরু করবে জানিনা।


যদি নিঃশব্দে পেরিয়ে যায় এইটুকু পথ..
ক্ষতি কি?


শুধু তোমার সেই অনন্ত অপেক্ষার কালে
সময়ের শরীরে যে গভীর আঁচড় কেটেছিলে
নতমস্তকে একবার দেখে যাবো।