শূন্যতা আছে
ভরাট করার আগ্রহ নেই।
অনায়াস দুঃখ আছে
দুঃখের বিলাসিতা নেই।
অস্তিত্তের সংকট আছে
একাত্ত হবার সাধনা নেই।
উপাসনা আছে হয়ত অন্বেষা নেই।
সত্যের বিভাকে ঢাকলে
উজ্জ্বলতাও নেই।


এখন লোল চামড়া দেখে
স্মৃতি মেদুর হবে মন।
বুকের কাছে সব লুকানো ঘ্রান-
শ্বসনের  দীর্ঘশ্বাসে মেলাবে।
আর কোন দরজায় নিবাস করোনা কবি
সব দরজা মধ্যরাতে বন্ধ হবে।