প্রত্যেক বুকের গহনে কোন জীবাশ্ব।
তার বিকিরণকে অস্বীকার করতেই
সভ্যতার পোষাক পরা।


সে কোন কালে কার কপোল বেয়ে
গড়িয়েছিল প্রথম অশ্রুর ধার
জীবনের পরিভাষা বদলেছিলো।


আজও সেইসব নিসঙ্গ জলাশয়ে
কোন কম্পন নেই।


সব কাহিনী চুঁয়ে চুঁয়ে জমা আছে
পৃথিবীর গর্ভস্থ গভীরে,
            সিলিকনের কনায়।


এখন বুঝি কেন
দাবানলের আগুনে ঝলসে
অঙ্গার হয়েছে আমার ইচ্ছেগুলো।


ফুরিয়ে যাবার আগে
এই সতেজ যৌবন..রক্তোচ্ছাস..
এসো নিঃশেষ করি।