মনে হয় আমিও এক মরুভূমি,
আমার কোন পিপাসা নেই।
হয়ত এও মিথ্যা,
আসলে এক অনন্ত পিপাসায় শুয়ে আছি।
আমিও এক তৃষ্ণা বুকে নিয়ে জলমগ্ন হয়েছি।
পাতাল ছুঁয়েছি।
আমিও নক্ষত্রের নীরব পদক্ষেপে
অস্পষ্ট দিনের আনাগোনা দেখেছি।
আমার মৃত্যুমিছিলে পদপিষ্ট
ফুলের রক্তে রক্তাক্ত হয়েছে পরিচিত পথ।
কখনো তীব্রতম পিছুটান পিছনে রেখে
ছুটে গেছি গভীর সাগরে,
যেখানে আমার অখ্যাত ভালবাসারা
তোমার সাহচর্যে দ্বীপের মত জেগে ওঠে।
সমাসোক্তির সম্ভাষণ শুনতে শুনতে
তোমাদের সামনে একপ্রস্থ চীবরের জন্য দাঁড়িয়ে আছি।
কোন প্রবারণা পূর্ণিমায় বৃষ্টি নামুক।
শব্দের শব্দরা পবিত্র হবে।


ব্যাঙ্গালোর ১৪/৪/২০১৯