কেউ সারারাত ধরে নিজেকে পুড়িয়েছে।
এখন সেই শরীরের উপর দিয়ে ভোর নেমে আসে।
আশ্চর্য এই সব পুড়ে যাওয়ার কাহিনী
নক্ষত্রের মত দিনের আলোয় ঢাকা থাকে।
প্রাত্যাহিক  কোলাহলে  পৃথিবীতে অভিনয় শুরু হয়।
পেশাদারী ভালোবাসা হাত বাড়িয়ে জড়িয়ে ধরে।
ঠোঁটে ঠোঁট রেখে
অদ্ভুত সব উপত্যকায় ঘরবাড়ী বানানোর গল্প শোনায়।
সকাল পেরিয়ে  দুপুরের প্রলোভনের সামনে
তাকে রোজকারের মত জীবনের সাঁকো পেরোতে হয়।
নীচে  মরা নদী, ঢেউ নেই,তীরে গাছপালা নেই।
কিন্তু ভেজাশাড়ীর মত এক নেশা শরীরে লেপ্টে থাকে।
দিনের শেষে ময়লা আঁচলে চোখ মুছে
কার যে অপেক্ষায় দাঁড়িয়ে,সে নিজেও জানে না।
শুধু জানে চিতা সাজানো আছে।
একটা হাত ধরে সেই এগিয়ে যাওয়া।
রাত্রি বেলা। নক্ষত্ররা জেগে উঠে।
তারা বলে তাকে পুড়তে হয়।