ঘন দেয়া মাথায় করে দখিন গেল চলে,
একলা ঘরে দিন কাটে মোর সাঁজের পিদিম জ্বেলে।
এবার আনুক কেনে যতই মকর ছাবি দুল,
গোঁসাঘরে খিল দেবো লো বাঁধবো না আর এলো খোঁপা চুল।


তুই তো মোরা আঁচল ধরে জানান দিলি,
টগর ফুলে, কল্কে ফুলে, সাজিয়ে দিলি,
খেঁজুর রসে, তালের রসে, মাতিয়ে দিলি,
তোর বাঁশিতে ফুঁ দিয়ে তুই কাঁন্দিয়ে দিলি।
এখন চড়ক গাজন বোলান গান সব ভুলেছে।
হয়তো কোন ঘোলা জলে চান করেছে।


কেমন ধারা মনের মানুষ কেমন পাষান হিয়া
ওলো আমার এমনি কপাল পোড়া
পরবাসে রইল সুখে
পীরিতের আগুন জ্বাললো বুকে
এমনি মনচোরা।



                             স্বপন দাস