নিকষ অন্ধকার
দাপিয়ে বেড়ায় রাতের শহর।


সব সরীসৃপ অধিকার করে রাজপথ।


নিঃশব্দ সংলাপে
দৌপদী দুঃশাশনের প্রথম আলাপ শুরু হয়।


ফুটপাথে ঢাকা থাকে অনেক সংগ্রাম,
অস্ফুট শীৎকার,
নগ্ন লজ্জাবস্ত্র্র কাঁপে আত্মরতিতে।


অভিসারী জঠর এগিয়ে যায় পরকীয়ায়
নিবিড় নিপুন সালংকারা মুর্ত্তি ভেঙে খান খান।


আপন রক্তে শান দিয়ে যত কুশীলব
বৃন্দগানের আগেই ধরাশায়ী করে বিবেককে।


সত্যকাম আলো উর্দ্ধমুখী
শ্রমণের পবিত্রতা নিয়ে দাড়িয়ে থাকে-
                            যত ল্যাম্পপোস্ট,
পরবর্ত্তি সকালের প্রযত্নে।