সেই চোখ যে নদী হয়েছিলো
সেই পাখী যার গান শুনে
থমকে ছিল আততায়ীর নিশানা
সেই বেলাভুমি যেখানে-
সমুদ্র চিরে সূর্য উঠেছিলো।


নিজের যা কিছু আজ উজাড় করো
একমুঠো চাল একটা ইচ্ছেতেও
অনেক জীবন, অনেক আকাশ।


বির্বন পৃথিবীর প্রেমিকদের
এখন আটপৌরে মাদকতা।


শরতের রামধনু দীর্ঘপথ…..
তপ্ত বালু, নুড়ি, পাথর
পা চালিয়ে চলো।