একটা গোটা দিনের সাক্ষী হয়েছিল সূর্য,
এখন অবনত, এই বিকেলে ।
কারা যেন শুষে নিচ্ছিল পৃথিবীর সমস্ত কোমলতা,
অপমানিত প্রেম দাঁড়িয়ে ছিল কোন বিদ্ধস্ত বাগানে।


বৃদ্ধ নক্ষত্রের কমবেশী উঞ্চতায় কি আসে যায়?
এই নিসঙ্গ বেলাভূমিতে, সূর্যাস্ত যেন আত্মহননের পথ।
গোধুলী ছড়িয়ে দিচ্ছিল রক্তিম বেদনা
ঢেউ আরো উত্তাল,বাতাস অশান্ত।


দুরে স্বর্গদ্বারে ভালোবাসার চিতা জ্বলছে
কণাকণা ছাই উড়ে আসছে
কোন যুগলের প্রথম চুম্বনে।
ওরা কি থামাবে সূর্যকে
নতুন পৃথিবী গড়ার অঙ্গিকারে?