যে কোন মূল্যে একটা কবিতার জন্ম হোক।
শবযাত্রীদের ফেরাতে হবে,
ওদেরো যেতে হবে জীবন যতদুর ।


আলুথালু রমণীর পালতোলা আঁচলে
লেখা আছে “ফিরে এস”
যারা পথ হারিয়েছিলো
পূর্ণিমার রাত্রে বাতিস্তম্ভ দেখে।


নিরুদ্দেশ অনেকেই এই মানুষের ভীড়ে,
কেউ গহন বনে অরণ্যের আড়ালে মুখ ঢেকে।


একটা কবিতা গুনগুনাও
হয়তো সবাই ফিরবে
যারা ভেসে গিয়েছিলো খরস্রোতায়
কিংবা সাগরের গভীর জলে।


পদাঘাতেও জীবনকে ছুঁয়ে আছি,
মৃত্যু যদি খুশী হয় একটা চর্তুদশপদীতে।