আবার পরে নাও সব নাটকীয় পোষাক
সারাদিন রমনীয় সংলাপ
ঠোঁটে ঠোঁটে ছুঁয়ে থাক জীবন।


আবছা অদৃশ্য ছায়াপট। ভাঙ্গাগড়া খেলা।
এই পথ হাঁটা। হাঁটা পথে জীবন কুড়াই।


খরস্রোতে প্রবাহিত যাপনের দুরত্ব ফলক।
নিস্পন্দিত সবুজ বীথিরা
কখনো শোনায় ঝড়ো হাওয়ার গান।


সমুদ্রের তীরে সব চলাচল থমকে দাঁড়ায়
তবুও আসে প্রেম, তোলে অজস্র ঢেউ,
পেশব হাত খুলে ভুলিয়ে দেয়
পৃথিবীর যতিহীন যন্ত্রণা।


নিঃশেষে কাম্য নয় এই রূপান্তর
দূরে গিয়ে কোন দেবত্বের দেবালয়।