ভেনেশিয়ান ব্লাইন্ড একটু উঠালেই
ঘরের মধ্যে ঢুকে পড়ে মরা বিকেলের আলো।
সে আলোয় দেখি রাস্তা দিয়ে এখনো যারা হাঁটছে বাঁচা যেন তাদের অভ্যাস।
আর আমরা যারা জীবনকে কেন্দ্র করে যতই চু কিত্ কিত্ খেলি
তার ব্যাসার্ধের দুরত্ব ততই বাড়তে থাকে।
বাড়তে বাড়তে যেন এক বিষণ্ণ রেললাইন।
যার উপর কোন ট্রেন পেরোয়নি বহুদিন।
অথচ পৃথিবীতে এমন সব সময় ছিল
যখন ভালবাসার মাত্র উচ্চারণে অনেক দরজা একে একে খুলে যেত।
এখন এমনই কিছু শব্দ সেই বৃত্তের চৌহদ্দি ঘুরে অনায়াসে লাশ হয়ে ফেরে।
এই বেপরোয়া শহর ছদ্মবেশীর মত পোশাকের পিছনে লুকোয়।
ভাষা হারিয়ে আমি বন্ধ ঘরের ভিতরে চিৎকার করি।
কেউ যদি কান পাতে।
এমনকি স্বয়ং ঈশ্বর!
যা কিছু হারিয়েছি এই বিষাক্ত ঋতুতে,
যত প্রাণের স্পন্দন এখনো আছে আনাচে কানাচে,
যত নদী হয়েছে অন্তঃসলিলা,
যত প্রিয় রঙ হয়েছে ধূসর
সব ফিরিয়ে দিতে
ঈশ্বর তোমার এক পুনর্জন্ম হোক।