বছর বছর দুগ্গাপুজো
দুঃখের হয় না শেষ,
বাকিতে খায় বিরিয়ানি
কচি পাঠা বৃদ্ধ মেষ।



বাংলার মিছিলের মিউজিক বহমান
কোন রহমান আসে না বানাতে।
চিলেকোঠায় কেউ সেতার বাজায়,
তবলায় চাটি দেয় আশাতে।
চলে গেল অনেক সময়,
যদি কিছু হয় কবির ভালবাসাতে ।।



ধর্মের আফিম খেয়ে যদি বসে থাকে দুর দুর।
কেমন করে বাজবে এদেশে ঐকতানের সুর।
রবীন্দ্র নেই নজরুল নেই
গত হয়েছেন কবি শঙ্খ
সম্পৃতির এ উর্বর মাটির এই কি শেষ অঙ্ক।"