মিশাইল গতি, জীবনটা গদ্য,
অনু পরিবার, যেন ছোট পদ্য,
কোথায় ভালোবাসা ?
ওতো কিশোরীর খাদ্য ।



ভালোছেলে, বকাটে ছেলে,
ছটফটে মেয়ে,
ত্রিকোণ  হয়ে যায় বাসস্টপে গিয়ে ।


কবিকে চিনিয়ো না তাহার
টক ঝালে অম্বলে,
সেখানে তারা হতেও পারেন একটু গোলমেলে।



ফেসবুকে কবিতা, টুইটারে গদ্য,
হোয়ট্সএপে ঢুকে পরো মজা অনবদ্য ।।



অলস দুপুর ঘুঘুর ডাক
বাংলা তুই যেমন আছিস তেমনি থাক।



অমলতাসে মাথা রেখে
বনপলাশীর প্রান্তে।
বনে নয়, মনে আজ লাগলো আগুন মাতাল বসন্তে।
কোন সুধীর আজ আসছে ধীরে আমার অজান্তে।