কয়েক যোজন দুর থেকে আসা
কয়েক যোজন দুরে মিলিয়ে যাওয়া।
মাঝখানে বনস্পতি ঘেরা একটু খানি ছায়া।
এইখানে কতকথার কথকতা
এই সব বিমুগ্ধ শ্রোতারা
কাঁপা কাঁপা সুখ, তিরতিরে হাওয়া।


জীবনের জপমালা থেকে
শব্দের আভরণ  খুলে যাওয়া  
সংঘাতে সংঘাতে বিজয়ী হয়ে
ভূমিকার সঙ্গে একাত্ব হওয়া।


সায়াহ্ন আলো অচেনা মুখ
সব পথ সাগরে মিশে যাওয়া।


একটা জীবন
এবার মূঢ়তা থেকে মুক্ত হয়ে
অন্য ভাষণে অভ্যস্ত হওয়া।