যে বুকে পাথর ভেঙেছি,
সেই  পাথর জমে জমে এখন আমারই বিজ্ঞাপন।
অথচ আমি আমার সময়ের কাছে বিক্রি হতে আসিনি।


আমি কিছু দেবার মত ধনী নই।
কিছু নেবার অধিকার ও আমার নেই।
তবে এই পৃথিবীর রাস্তায় আমি কোন নিরপেক্ষ পদচারী নই।
কারণ এখনো আমার বুকের দীর্ঘশ্বাস শব্দ হয়ে যায়।


আমার প্রাতঃরাশের প্লেটে রক্তের দাগ লেগে থাকে।
প্রতিটি সকালে গুনতে বসি কত নারীর শরীরে  বীর্যের আস্ফালন।
কোন পানঘরে অগোচরে চাপা পড়া কোন শ্রমিক ও
কৃষকের আত্মহনন।


আপাত সব কোলাহল হটাৎ গতিপথ পাল্টায়।


শিশিরের মত রক্তলেপা অশ্রু মাটির কাছে নতজানু।


এই মাটি একদিন সমস্ত বিষ উগরে দেবে।