উলঙ্গ শিমুল দাঁড়িয়ে আছে লাল।
কে লিখবে কবিতা আজ ?
সব শব্দেই এখন  আর্তনাদ।
ভয়কে যারা বানিয়েছে অস্ত্র, তাদের সংখ্যা মুষ্টিমেয়,
কিন্তু ঘায়েল হয়েছে এক প্রজন্ম।
প্রতিবাদের শিথিল হাত নামিয়ে যারা আশ্রয় নিয়েছে মৃত্যুর শীতল উপত্যকায়
তাদের তঞ্চিত রক্তে কে শোনাবে প্রতিবর্তনের গান?
একটু প্রেমের জন্য
একটু আশার জন্য
এবার পাঁজর  ভাঙ্গো।
কেউ উঠে দাঁড়ালেই
আবার অনেকে ভাসবে গভীর বিশ্বাসে।
জানলায় আলোর বীজ
রোজ রেখে যান ইশ্বর।
এ ইঙ্গিত কেন বুঝিনা?
হয়ত আরো অনেক কিছু বলার আছে
আমি পাগলের মত শব্দ খূঁজে বেড়াই।
ভবিষ্যতের খোঁজে নয়
নিজের মধ্যে নিজেকে টেনে বের করার সেই সব শব্দ।


কোলকাতা ১৫/২/২০২০