বট অশ্বথের শিকড় নেমে গেছে
ভাঙ্গা দেওয়ালের ফাটলে ,
যেখানে এখন ধ্যানমগ্ন হেমন্তের ঘুম ভাঙ্গাতে
শীতের উর্বশী নৃত্য।

মধ্যবিত্ত উঠানে মাঝেমাঝে
উঁকি দেয় আয়েশী সূর্ষ,
ধোঁয়াশার আড়ালে দিনভর চলে
তার বেবাক লুকোচুরি।

রুক্ষতার রূপটান মেখে
প্রকৃতি শুয়ে থাকে গভীর সকালে।

চেনা মানচিত্রে
মন উদাসী বাউলের তান তোলে।

খেঁজুর রসের মতো ঠান্ডা
গ্রাম্যবধুর যুবতী শরীরে খেলাকরে
বেলাশেষের নিস্তেজ রোদ্দুর-
শীতের আভাষে শরীরেরা কাছাকাছি আসে।

সোনালি ধানের গর্ভবতী মাঠে-
উত্তুরে হাওয়া আলাপী আলপনা আঁকে
উষ্ণতার জন্য কোরাসে
নবান্নের মৃদু পদধ্বনি শোনা যায়।