একটি আঙুলের স্পর্শেও
কতখানি উত্তেজিত হওয়া যায়,
একটি চুম্বনে কতখানি প্রগলভতার শিহরন থাকে,
এক ইশারায় কতদিনের জমাট ঘুম ভেঙ্গে যায়,
একটি কূঁড়ির স্পন্দনের দিকে তাকিয়ে অনন্ত কাল বসে থাকা,
মলাট বন্দী ইচ্ছে গুলো কোন ক্যাবিনেটে সাজিয়ে রাখার বিলাস,


এসবই তুমি একদিন জানতে।


আজ দেখো ব্যাথার দরজা পেড়িয়ে পৃথিবীর রুগ্ন ঋতুরা ক্রমান্বয়ে আসে যায়।
বারোয়ারি উঠোনে জঞ্জালের মত অনুভূতি গুলো পড়ে থাকে ।
আড়ালে আবডালে হটাৎ
সব সবুজের মানচিত্র মুছে যায়।
সব বিন্দুকে গ্রাস করে শূন্য তার পরিধি বাড়ায়।


এমন সময়
যদি কোন মৃত্যু ভাইরাস পৃথিবী কাঁপায় তাকেও আজ মন্দবাসিনা আমি।


শুধু তুমি ফিরে এসো প্রাণিক উৎসবে।