হেঁয়ালি জীবনের আয়ূষ্কাল নিয়ে বলা যায়;
বড়জোর বর্তমানের কাছে হাত পাতা একরাত্রির জীবন—
ভবিষ্যত যে স্বপ্ন দেখায় তা নির্বিকার প্রেমিকের বিরহের মতো।
অগনিত রাত ঘুমোতে পারি না; জাগ্রত নিশুতে ঝিমোয় জোনাকি
এ এক বিনিদ্র রজনীর স্বপ্নের তন্দ্রাবিলাস।


এখানে কে আছে, কে থাকবে, কে চলে যাবে—
সেই ঘর সম্পর্কবিহীন; অধিবাসের সিকাগুলো বাতাসে দোলে।
মায়াময় শব্দজাল মাকড়সার মতো বুনতে যতই কষ্ট হোক,
প্রেমের নিশিপালন যতই পরিশুদ্ধ হোক, প্রশ্নবিদ্ধ হবেই।
প্রেম যদিও অধিকাংশ মানুষের একান্ত ঘোর,
একজন মানুষের প্রেম সেখানে আলোচিত নয়—
এমনতো হতেই পারে হেঁয়ালি অবহেলায়।


হেঁয়ালি জীবনের তেমন কোন অভিযোগ নেই বলেই
প্রেমগুলো বড় একা—বড় নিদ্রাবিহীন;
অবশেষে পলকহীন, নিথর, অনাড়ম্বর একটি প্রস্থান।


-----------------------------------
২৯ সেপ্টেম্বর, ২০২১, শঙ্কর, ঢাকা