বর্ষারে তুই দিসনে দোলা স্বপ্ন দেখা মন পবনে;  
যুগল-যৌবন কাঁদে শুধু ফুল কাননে তোর স্বভাবে।
এক সমুদ্র দীঘির জলে ভরাতে কি পারবি বল?
জানি আমি দেখিসনি তুই মৃগতৃষায় মরুঝড়!


তোর সোহাগে অঝর মায়া, মগ্ন দেহ তৃষ্ণাময়,
মন উদাসের পথ বদ্ধ, হাতছানি দেয় অন্তময়।
তোর যত ছলাকলা আমি না হয় নিলাম মেনে,
তাতে কী তোর দায় যাবে মেঘাচ্ছন্ন অভিমানে?


ঘুম কাড়া নয়ন জুড়ে আষাঢ়ের সালতামামি,
প্রেম-পুরাণে চন্দ্রসুধার সোহাগমাখা মন বৈরাগী।
বর্ষারে তুই আর কত আর বাহুডোরের লোভ দেখাবি?
জলাত্যয়ায় শিকল বেঁধে প্রেম ছিনিয়ে লোক হাসাবি!


রংধনুর আঁচল পেতে অমন করে ডাকিস নারে!
এখন আমার মনটা ছাড়া দেহ বাঁধা বদ্ধ ঘরে।
কেমন জানি মিথ ছলনায় তোর জলের মূর্ছনা!
তাইতো আমি পণ করেছি, তোর জলে ভিজবো না।