অধিক তৃষিত জীবন

অধিক তৃষিত জীবন
কবি
প্রকাশনী সরলরেখা প্রকাশনা সংস্থা
প্রচ্ছদ শিল্পী তাসনিম নাহার নোলক
স্বত্ব লেখক এবং প্রকাশক
প্রথম প্রকাশ মার্চ ২০২২
বিক্রয় মূল্য ২০০

সংক্ষিপ্ত বর্ণনা

ষাটটি কবিতার একটি বিস্তৃত কাব্য-ক্যানভাস ‘অধিক তৃষিত জীবন’। পড়তে পড়তে মনে হবে- কখনও উপলব্ধি, কখনও জীবন-বাস্তবতা, কখনও বা নস্টালজিক কারুকাজ। শব্দের গাঁথুনী, ভাষার মাধুর্যতা, সাবলীল বক্তব্য, গভীর জীবন-বোধ, অর্থবহ আবহ, পরাবাস্তব-সমূহ-আখ্যান ইত্যাদি নানা জারকে দেলোয়ার হোসেনের প্রতিটি পঙক্তি বাগ্ময়। কবিতার শব্দ চয়নে এবং শিরোনাম নির্ধারণেও কবির প্রাজ্ঞতা সুবিদিত হবে বলে মনে করি। সেই সাথে ‘অধিক তৃষিত জীবন’ পাঠকের হৃদয় স্পর্শ করবে বলে দৃঢ় বিশ্বাস রাখি।

আজরা পারভীন সাঈদ
কবি ও কথাসাহিত্যিক

ভূমিকা

দেলোয়ার হোসেন মূলত একজন ফরমায়েশি চিত্রশিল্পী। কবিতা রচনা তার স্বপ্নের জগৎ। দীর্ঘসময় ধরে তিনি কাব্যচর্চা করলেও প্রকাশনার সাথে যুক্ত হননি। চারপাশের ভক্তদের অনুরোধ উপেক্ষা করতে না পেরে শেষ পর্যন্ত প্রকাশিত হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘অধিক তৃষিত জীবন’। বইটির দৃষ্টিনন্দন, গভীর অর্থবহ এবং চমৎকার প্রচছদ এঁকেছেন কবি-তনয়া তাসনিম নাহার নোলক। যা পাঠকের নতুন ভাবনার খোরাক।

উৎসর্গ

লাবু

তৃণ ও শিউলি সোম্য রূপকার;
কতযুগ নিভৃতে করেছো পার,
এইভাবে এই শহরের বিরূপ মোহ
আমায় বিমূর্ত করে দেয়;
তোমাতে খুঁজিনি তাই; হয়নি দেখা-
তুমি ছিলে সত্যিই অপার!

কবিতা

এখানে অধিক তৃষিত জীবন বইয়ের ৩১টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
শিরোনাম
মন্তব্য
১৪
১০
১০