বৃষ্টি এলেই ভিজতে পারি তোমায় নিয়ে;
তোমায় ভেবে জলছলনায় জল ছুঁয়ে নেই,
বৃষ্টি এলেই হঠাৎ করে প্রেম দোলা দেয়
জলের স্বর মেঘের সাথে পাতে আড়ি;
তোমায় নিয়ে গল্পগুলোর জলের জামা
সবভুলে যায় দুঃখগুলোর দুঃখনামা।


যদি আমার ধরো হাত, যাবে ধুয়ে
জড়িয়ে ধরা ধুল জড়ানো জলছাদ,
হঠাৎ যদি জড়িয়ে ধরো; যা ভেবেছি—
মেঘের বিজলি হাসবে দেখো, সত্যি দেখো
পায়ের নিচের জলে ডোবা হাবুডুবু দূর্বাঘাস।


বৃষ্টিস্নাতে প্রেম বেহায়া যতোই বলো
এখনও সেই বাউন্ডুলে অবাক মানুষ,
বৃষ্টি আমায় যতই ভোলাক ছলচাতুরে—
তুমি ছাড়া দেহ আমার খুব কাতুরে;
বাহানা খোঁজা ভেজা ফানুস।