আজ প্রেম প্রণয়ী আকাশ নত,
মুছে গেছে দীর্ঘশ্বাস বিরহ যত।
চোখ বুজে জড়িয়ে ধর নির্ঘুম রাত;
ঝরবে তারার বৃষ্টি, দু হাত পাত।


তুই অচেনা হারানো পথিক,
দাঁড়িয়ে থাকিস আগলে গলির পথ।
তোর জীবন সন্ন্যাস; প্রেমের হাতে খড়ি;
দুই জানালায় দৃষ্টির লুকোচুরি।


কতদিন আর থাকবি দাঁড়িয়ে বাঁকে বাঁকে?
কত আর ধরবি নিজের কণ্ঠস্বর চেপে?
মুখ গোমড়া! আয়নার কী দোষ?
বেসিনের কল না খুলেই দর্পণে করিস অতীতের খোঁজ!
ওয়াসাকে বকিস রোজ রোজ! এত আনমনা হোস?
অপলক দৃষ্টি চোখের কোনায় জল,
ভাবখানা এমন, ধুলোকণা; করিস কেবল ছল!
এক কাপ চায়ে মন কী ভরে? যদি দেখা হতো!
ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অভিমানী মানুষটা;
যদি শুক্লার খোঁজ পেতো!