মানুষ চিনি না তবু
মানুষ খুঁজে বেড়াই,
মুখোশকে মুখ ভেবে
নিত্য ভুলে জড়াই।


ভুল মানুষের প্রতিচ্ছবি
যে আয়নায়ই দেখি.
মিথ্যে আর ছলনাকে
ভুলে সত্যি ভাবি।


চলতে পথে মানুষ খুঁজে
পথ হারিয়ে যাই.
ভুল মানুষ পথ ছাড়ে না
ভিড়েতে হারাই।


মানুষ চেনা সত্যিই কঠিন
মুখোশ পড়া মুখ.
সঠিক মানুষ যতই খুঁজি
পথ ছাড়ে না দুখ।


—————————————
২১ নভেম্বর ২০২১, শঙ্কর, ঢাকা।