তোমাকে ছুঁলে যদি পৃথ্বী ছোঁয়া হয়
তবে ছুঁতে আমার দোষ কী!
তারাময় আকাশ জাগে ভোরের আশায়।


তোমাকে ভাবলেই যদি কাছে আসা যায়
ভবঘুরে হতে ক্ষতি কী!
একাকী কানন কতই না গহিনে হারায়।


তোমার পায়ের কাঁটা খসায়ে যদি ব্যথা চেনা যায়
তাতে ফণীমনসার ভুল কী!
তার সকল কাঁটা যদি অঙ্গে জড়ায়।


তোমার আঁচলে যদি মুখ ঢাকা যায়
তবে জলের ছিটেয় মুখ ঢেকে লাভ কী!
মেঘওযে বৃষ্টির আবেগে আকাশ হারায়।


তোমাকে দেখতে দেখতে যদি পথ চেনা যায়
তবে অন্ধ হতে দোষ কী!
তোমার হাত ধরেই তো এ জীবন চলা যায়।