ভেবো না লিখছি শেষ কবিতা;
এখন কবিতার মৌসুম−
শত বছর ধরে কবিরা এমন কবিতা লেখে।


পড়ে থাকা সবুজ অমল শস্য দানা চিকচিক করে
তবে কেন আমিই জীর্ণ হব?
প্রেমহীন গান গেয়ে তোমায় কাঁদাবো।
অঝর মূর্ছনার বর্ষায় ভিজে; এমন সুখ পাইনি তো আগে!
মনে তো পড়ে না−
এতবার হাত ধরেছি তোমার কখনো আগে।


এখন না হয় আমাদের জানালাই সব সুখ,
হাসিমুখে ভুলে যাবো নাগরিক জীবনের সব দুর্ভোগ।
নিজ ভুলে হারিয়ে সব, কেন দূরগামী হব?
না হয় এক বেলা খেয়ে দু বেলায় বাহুতে জড়াবো।
এখন যত কাছে থাকা যায়;
তার চেয়ে নেই কোনো সুখ−
নেই কোনো অভিষেকের দায়।


তোমার বাহু আমার বিশ্ব আজ;
চার দেয়াল, জানালা, দরজার চারপাশ;
কেন একা ভিজবে নগ্ন আকাশ, আবাসের ছাদ?
বাহিরে ওতপাতা অসুখ;
দেখো−অবশেষে যদি মরে যাই;
শেষ কবিতায়−শেষ প্রেম টুকু আগেই হওয়া চাই।


লোক মুখে শুনি, বচসায় বন্ধন হয় দৃঢ়−
এমন প্রেমসন্ধি তোমার সাথে আমার হয়নি তো কোনো!
যা পেলাম; আরো যা পাবো;
তা না পেয়ে কেন নিষ্প্রাণ হবো?
এত প্রেম-এত প্রেম-এত প্রেম-কেন বৃথা যাবে?
সবই তো দিতে চাই;
শেষ কবিতার আগে।


২৭ জুন ২০২০, শংকর।