শীত যাক, আসুক ফাগুন, ফুটুক শিমুল-পলাশ,
শুক্লার হৃদয়ে ঝড় উঠুক, হোক ভালোবাসর প্রলাপ;
ভালোবাসাকে কষ্ট দিলাম, ছুড়ে ফেললাম গহিনে,
কান্না কেবল বাজে বুকে দিশাহারা সিরিয়ার অন্তকালে;


চোখ বুঝে থেকেও দেখেছি, সহেছি
হয়েছি কখনো ধর্মের যাযাবর;
এতো হত্যা! এতো রক্ত! বহন করে ভূমি;
ক্রন্দনের আজাহারি! প্রাণের দেহ নিথর!


আমরা বুঝি না! ভাবি শিহরিত মনে;
কি ভেদাভেদ! কি বিক্ষেপ জ্বালা!
কি দোষ! কি দায় শিশুদের;
কি আক্রোশে অঙ্কুরিতে মেরে ফেলা।


আজ আকাশে বাতাসে ছড়িয়ে আল্লাহু আকবার- আল্লাহ ডাক;
কি লাভ যদি তুমি নাই শোন, রয়ে যাও অন্যায়ে নির্বাক!
তবে কিছুই চাই না পানাহা, কেবল রক্ষা করো শিশুদের সিরিয়ার;
নিজ শিশুর মুখখানা দেখে কান্নায় চোখ ভিজে বারবার।


আজ কেবলই প্রার্থনা করি, বিশ্ব কোনো নেতার আবির্ভাব হোক;
আসুক শান্তির বাণীতে- সে হোক বিশ্ব মানবতার বাহক।


২৭ ফেব্রুয়ারী ২০১৮